পটিয়া প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলা গনতান্ত্রিক ছাত্রদলের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে দলটির প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা গনতান্ত্রিক ছাত্র দলের আহবায়ক হাসান আল মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক তামিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী বলেন, গনতান্ত্রিক ছাত্রদল আগামীর নতুন বাংলাদেশ বির্নিমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দীর্ঘ ১৫ বছর পর গনতান্ত্রিক ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসে আমি মুগ্ধ, ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জেলা এলডিপির এ নীতিনির্ধারক।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র এলডিপির সভাপতি এম এ জাফর, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা গনতান্ত্রিক ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তাওহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির পটিয়া উপজেলা সভাপতি মনছুর আলম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জেলা গনতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া পৌরসভা এলডিপির যুগ্ম আহবায়ক গাজী আমির হোসেন। এতে আরও বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক পারভেজ, ওমর ফারুক, মোজাম্মেল হক, চন্দনাইশ উপজেলার গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল, চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব রবিউল করিম রবি, গাছবাড়িয়া সরকারি কলেজের সভাপতি মো মহসিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পটিয়া উপজেলা ছাত্রদল নেতা মো. মানিক, আজাদ, শুভ, তাওসিফ, দোহাজারী ছাত্রদলের সদস্য সচিব মো. করিম, জেলা ছাত্রদল নেতা কাজী রয়েল, মোস্তাফিজ, সায়েম, আসাদুল ইসলাম প্রমুখ।