আল্লাহ সর্বশক্তিমান

পটিয়া শাহ মুছা কিস্তি (রহ:) বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত

আগামী ২৩ মাঘ (৬ ফেব্রুয়ারী) অনুষ্ঠিতব্য চট্টগ্রামের পটিয়ার হযরত শাহ মুছা কিস্তি (রহ:) এর বার্ষিক ওরশ উপলক্ষে মাজার কল্যাণ সমিতির উদ্যোগে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকায় দরগাহ প্রাঙনে এই সভা অনুষ্ঠিত হয়।

 

হযরত শাহ মুছা কিস্তি (রহ:) মাজার কল্যাণ সমিতির আহবায়ক শিল্পপতি এম এয়াকুব আলী’র সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মাজার কল্যাণ সমিতির বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা এতে অংশগ্রহণ করেন।

সভায় আগামী ২৩ মাঘ ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ওরশ শরীফ সফল করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

এ উপলক্ষে দিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে মাজার কল্যাণ সমিতি। প্রতিবছরের মতো এ বছরও ওরশে অসংখ্য ভক্ত-অনুরক্ত অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

প্রস্ততি সভায় আরো উপস্থিত ছিলেন, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, হাজী নুর মোহাম্মদ, আজিজুল হক সওদাগর, রবিউল হোসেন বাদশা, হাজী জাহাঙ্গীর আলম, সাইফুল হাসান টিঠু, হাজী আবদুর রাজ্জাক, আবদুস সালাম, মাষ্টার জাহাঙ্গীর আলম,  জয়নাল আবেদীন কোম্পানি, মোহাম্মদ নাজিম উদ্দীন, বখতিয়ার উদ্দিন, জানে আলম কোম্পানি, জাগির হোসেন বদ, মোহাম্মদ ইউসুফ, হাজী নুরুল হক, মোহাম্মদ ইউছুফ, আনোয়ার হোসেন, মোহাম্মদ শফি, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ নাজিম উদ্দীন রিকু, লোকমান, পারভেজ, মোজাম্মেল প্রমুখ।

আরো পড়ুন

সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়ন এলডিপির দ্বিবার্ষিক সন্মেলনে প্রধান অতিথি এলডিপির প্রেসিডেন্ট ড. কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম, প্রধান বক্তা এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, বিশেষ অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।