আল্লাহ সর্বশক্তিমান

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

সোমবার সকাল ১১ টা থেকে ১২.১৫ পর্যন্ত চীনের দূতাবাসে অনুষ্ঠিত এ বৈঠকে চীনের রাষ্ট্রদূতের নেতৃত্বে দুইজন প্রতিনিধি ও এলডিপির পাঁচজন নেতা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াদি নিয়ে দীর্ঘ আলোচনা হয় এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও চীনকে বাংলাদেশে সরাসরি বিনিয়োগের জন্য অনুরোধ জানানো হয়।তাদের সাথে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন করার গুরুত্ব তুলে ধরেন। অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা এবং ন্যাশনাল ইউনিটি সুদৃঢ় করার বিষয়টিও রাষ্ট্রদূতকে আস্বস্ত করেন।

আরো পড়ুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি চন্দনাইশ পৌরসভা ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। — at Chandanaish Municipality – চন্দনাইশ পৌরসভা.

আগামী ১৫ মার্চ শনিবার পটিয়া উপজেলা ও পৌরসভা এলডিপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভার দাওয়াত কার্ড দিচ্ছেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুককে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী এবং পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম।

সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়ন এলডিপির দ্বিবার্ষিক সন্মেলনে প্রধান অতিথি এলডিপির প্রেসিডেন্ট ড. কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম, প্রধান বক্তা এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, বিশেষ অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।